ধামরাইয়ে খাদ্য নিরাপত্তাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে খাদ্য নিরাপত্তা, খাদ্য স্বাস্থ্যবিধি, রক্তস্বল্পতা এবং অপুষ্টি এবং স্বাস্থ্যকর বার্ধক্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ‘একাত্তর’ কনফারেন্স হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসে কর্মরত সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল মোহন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আকিব হোসাইন, মেডিকেল অফিসার (আইসিটি) ডা. শাওন বড়ুয়া, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহানা পারভীন। সভায় বক্তারা খাদ্যের নিরাপত্তা নিশ্চিতকরণে সবাইকে সচেতন হওয়ার এবং খাদ্য স্বাস্থ্যবিধি মেনে চলাসহ রক্তস্বল্পতা এবং অপুষ্টি স্বাস্থ্যকর বার্ধক্য বিষয়ক এর গুরুত্বরোপ করা হয়। এছাড়া সভায় পরিবারের শিশু থেকে সুষম খাদ্যাভ্যাস গঠন ও ক্ষতিকর খাদ্য পরিহারের ওপর গুরুত্ব আরোপ করেন।
এ সময় স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্য সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম করে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক জুলেখা বেগম, কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ হোসেনসহ উপজেলার ৪৮টি কমিউনিটি ক্লিনিকের সব সিএইচসিপি ও সাংবাদিকরা।