তীব্র দাবদাহে শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ০৩ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নরসিংদীর শিবপুরে তীব্র দাবদাহে কৃষি শ্রমিক আমির হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার জয়নগর ইউনিয়নের গ্রামের জামগরের মাঠে ধান কাটতে গিয়ে তার মৃত্যু হয়। নিহত শ্রমিক আমির হোসেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার আদিমপুর (লতিকান্দী) গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচাত ভাই এমরান হোসেন। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকাল থেকে কমরাবো জামগর মাঠে চারজন শ্রমিক ধানকাটার কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড গরমে আমির হোসেন হিটস্ট্রোক করে মাটিতে পড়ে যান। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবপুর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন বলেন, শ্রমিক আমির হোসেন নামে এক শ্রমিকের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। তবে এখন পর্যন্ত থানায় বিষয়টি জানায়নি। শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানসির বিল্লাহ জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।