ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ

খাগড়াছড়িতে পুনঃঅর্থায়ন স্কিমের ঋণ বিতরণ

খাগড়াছড়িতে প্রান্তিক, ভূমিহীন, নিম্নআয়ের পেশাজীবি, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত ৫০০ টাকার ‘পুনঃঅর্থায়নস্কিম’র আওতায় লিড ব্যাংক পদ্ধতিতে প্রান্তিক গ্রাহকদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে।

গতকাল সকালে খাগড়াছড়ি জেলা সদরস্থ হোটেল গাইরিংয়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় লীড ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় খাগড়াছড়ি জেলার সকল ব্যাংকের মাধ্যমে ঋণ বিতরণ করা হয়। পূবালী ব্যাংক খাগড়াছড়ি শাখার সহকারী মহাব্যবস্থাপক অভিজিত ভট্টাচার্য’র সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবুল বশর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক তানবীর এসহান, পূবালী ব্যাংক চট্টগ্রামের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম এবং উত্তর চট্টগ্রাম উপব্যবস্থাপক ও অঞ্চল প্রধান একেএম মাসুদ। এ সময় খাগড়াছড়ির ৩৫ জন প্রান্তিক গ্রাহকের মধ্যে ৫০ লাখ টাকা বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত