ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত

চাঁদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, একই কলেজের শ্রেষ্ঠ অধ্যক্ষ, শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে গত মঙ্গলবার কলেজ পর্যায়ে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, কলেজের অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ), কলেজ পর্যায়ে সহকারী অধ্যাপক তৌহিদা আকতার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক, কলেজপর্যায়ে ফারিয়া ইসলাম লাবণ্য শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নির্বাচিত হন।

গত মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল ও উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ সালের উপলক্ষ্যে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ফলাফল, শিক্ষকদের যোগ্যতা, অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, আইসিটি দক্ষতা, পঠন-পাঠনে নিয়মানুবর্তিতা প্রভৃতি বিবেচনায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজকে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান ও এ কলেজের অধ্যক্ষকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করা হয়। এর আগে ২০২২ সালে মো. মাসুদ আহম্মদ কলেজ পর্যায়ে উপজেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছিলেন। এসএসসি ও এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষার ফলাফল, সহ-শিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে আসছে। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল বলেন, প্রতি বছরের মতো এবারো জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। সেখান থেকেই শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান, শ্রেষ্ঠ অধ্যক্ষ, শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষার্থী নির্বাচিত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত