কুমিল্লায় বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালিত
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুমিল্লা প্রতিনিধি
‘পরিবেশগত সংকটের মুখে সাংবাদিকতা’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়েছে। গতকাল কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদণ্ডকুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাব সভাপতি মো. লুৎফুর রহমান। সংগঠনের সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ। দিবসটি উপলক্ষ্যে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সংগঠনের পক্ষ থেকে জেলার ৭ জন গুণী সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। সম্মাননাপ্রাপ্ত সাংবাদিকরা হলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা স্টাফ রিপোর্টার জ্যেষ্ঠ সাংবাদিক খায়রুল আহসান মানিক, জি টিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, দৈনিক আজকের কুমিল্লা সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, বৈশাখি টিভির প্রতিনিধি আনোয়ার হোসাইন, যমুনা টিভির ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, দৈনিক সমকালের ফটো সাংবাদিক এন কে রিপন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন দৈনিক-সাপ্তাহিকের সম্পাদক, জেলা-উপজেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিপুলসংখ্যক সাংবাদিক ও আলোকচিত্রী অংশ নেন।