ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঠাকুরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও পুলিশ বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং গ্রামের মৃত হাফিজ উদ্দীনের ছেলে মো: মানিক আলম (২৯) এবং বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামের আলহাজ্ব মো: আব্দুল আজিজের ছেলে মো: জামিরুল ইসলাম রানা ওরফে মাসুদ রানা (৪৫)। প্রেস রিলিজে জানানো হয়- গত ২৪ ঘণ্টায় পৃথক তিনটি ঘটনায় ৩৫ বোতল ফেনসিডিল, ১৫ লিটার দেশিয় চোলাই মদ উদ্ধারসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের ঘোড়াধাপ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত মানিক আলমকে আটক করা হয়। অন্যদিকে হরিপুর থানা পুলিশের একটি টিম ডাঙ্গীপাড়া প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ বোতল ফেনসিডিল ও একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করাসহ ঘটনার সাথে জড়িত হরিপুর উপজেলার মারাধর গ্রামের মৃত আ: গণির ছেলে মো: সজিব (২৫) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এছাড়া রাণীশংকৈল থানার নন্দুয়ার ভেলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামের জামিরুল ইসলাম রানা ওরফে মাসুদ রানাকে (৪৫) আটক করে। পরে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে পীরগঞ্জ, হরিপুর এবং রাণীশংকৈল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়। আটককৃত মানিক আলম ও জামিরুল ইসলাম রানাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয় এবং মামলার আরেক আসামি সজিব পলাতক রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত