ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নকলা প্রেসক্লাবের উদ্যোগ

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন

শেরপুরের নকলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে। ‘গ্রহের জন্য গণমাধ্যম : পরিবেশগত সংকট মোকাবিলায় সাংবাদিকতা’-এ প্রতিপাদ্য ধারণ করে গত শুক্রবার (৩ মে) রাতে নকলা প্রেসক্লাবের ক্লাবের অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবটির সভাপতি মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও দপ্তর সম্পাদক সেলিম রেজা প্রমুখ। এ সময় তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য মোশাররফ হোসেন শ্যামল, রেজাউল হাসান সাফিত, সুজন মিয়া ও রাইসুল ইসলাম রিফাতসহ তরুণ সাংবাদিক ভিডিও এডিটর হাসান মিয়া ও সাংবাদিক লিমন আহম্মেদসহ সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা প্রতি বছর দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করে আসছেন। হিসাব মতে, ২০২৪ সালের এই দিনটি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের ৩১ বছর পূর্তি হলো।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত