ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুরে সবজির দাম বেড়েছে

দিনাজপুরে সবজির দাম বেড়েছে

এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে অসন্তোষ। দিনাজপুরের হাট-বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে অস্বাভাবিকভাবে।

এ সপ্তাহে প্রতি কেজি বেগুন ৬০ থেকে ৬৫ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, গাজর ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৩০ টাকা, পটোল ৬০ টাকা, কাকরোল ৮০ টাকা, করলা ৪০ টাকা, ফুলকপি ১০০ টাকা, বরবটি ৫০ টাকা, সজনা ৮০ টাকা, টমেটো ৩০ টাকা, আলু ৫০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ৭০ টাকায় কেনাবেচা হচ্ছ। এক সপ্তাহ পরই প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলেন বিরূপ আবহাওয়ার কারণে ব্যাপকভাবে সবজি নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ অনেক কমেছে। আর সেজন্য দাম বেড়ে গেছে। চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষের পাশাপাশি নির্দিষ্ট আয়ের মানুষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত