ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

তিতাসে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান লালপুর নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়

তিতাসে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান লালপুর নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়

কুমিল্লার তিতাসে জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।

জানা যায়, ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। এদের মধ্যে লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উল্লাহ।

এছাড়া উক্ত স্কুল থেকে নজরুল সঙ্গীত ও দেশাত্ববোধক গানে অষ্টম শ্রেণির শিক্ষার্থী জেমিন আক্তার এবং কবিতা আবৃত্তিতে একই শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি আক্তার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব.) বলেন, সকল শিক্ষার্থী, শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাসহ স্থানীয়দের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত