ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কৃষিতে যে দেশ যত উন্নত বিশ্বে সেই দেশ তত সমৃদ্ধশালী

প্রতিমন্ত্রী রিমি
কৃষিতে যে দেশ যত উন্নত বিশ্বে সেই দেশ তত সমৃদ্ধশালী

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজকন্যা সিমিন হোসেন রিমি এমপি বলেছেন, শুধু অস্র আর গোলাবারুদ থাকলেই উন্নত সমৃদ্ধশালী এবং শক্তিশালী দেশ হওয়া যায় না বরং কৃষিতে যে দেশ যত উন্নত, সেই দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। সেই রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র যে রাষ্ট্রে ঘোষণা দিতে পারে আমার উৎপাদিত খাদ্য দিয়েই আমার দেশ চলবে। তাই বিশ্বের উন্নত দেশগুলো আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা কৃষিকে সবচাইতে বেশি গুরুত্ব দেয়। আমাদের দেশের স্বার্থে কৃষির প্রতি গুরুত্ব দিতে হবে। যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন আমাদের বঙ্গবন্ধু ও বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে হলে কৃষির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তবেই তা বাস্তবায়ন সম্ভব। গত শুক্রবার কাপাসিয়া ইউসিবি ব্যাংকের উদ্যোগে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘ভরসার নতুন জানালা কৃষির সমৃদ্ধিতে ইউসিবি’ প্রতিপাদ্য নিয়ে অ্যাগ্রো সিএসআর প্রকল্পের ২০২৩-২৪ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (পিএলসি) আয়োজনে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা বরুন উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে গত শুক্রবার দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলার কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর, কালিয়াকৈর, গাজীপুর সদর উপজেলার ১৮৪ জন প্রাণিসম্পদ, মৎস্য ও কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বরুন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে ও এফএম ভিপি চিত্ত রঞ্ঝন সরকারের পরিচালনায় বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, বিটিভি কৃষি তথ্য বিশ্লেষক মাটি ও মানুষ উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত