উখিয়ায় একই পরিবারের তিন প্রার্থী
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাঈদ মুহাম্মদ আনোয়ার (কক্সবাজার)
ষষ্ঠ ধাপে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা গত বৃহস্পতিবার করেছে নির্বাচন কমিশন। মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের তালিকায় কক্সবাজারের উখিয়া উপজেলায় চাচা-ভাতিজা মিলে একই পরিবারের তিনজনই মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলা পরিষদের বর্তমান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম এবং উখিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশীদ। এরা তিনজন সম্পর্কে আপন চাচা-ভাতিজা। এম জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ মামুনুর রশীদ আপন ভাই। অধ্যক্ষ শাহ আলম উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবং এম জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ মামুনুর রশীদ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবারের উপজেলা নির্বাচনে কোনো প্রার্থীকে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এর ফলে দলের কোনো নেতার স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই। বিএনপি- জামায়াত এ নির্বাচনে অংশ নিচ্ছে না। উখিয়া উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে ২৯ মে। উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০ জন। তার মধ্যে মহিলা ভোটার ৭৩ হাজান ১৪ জন। ভোটকেন্দ্র ৬২টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে ৩৫৫টি, তার মধ্যে স্থায়ী বুথ ৩৪৪টি ও অস্থায়ী বুথ ১১টি। এবারই প্রথম এই নির্বাচনে উখিয়ার ভোটাররা ইভিএমে ভোট দেয়ার সুযোগ পাচ্ছেন।