ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চলতি রবি মৌসুমে ডিআই কর্তৃক বোরো ধানের সমলয় চাষাবাদে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এডব্লিউডি এবং পরিমিত সার ব্যবহারে ‘খামারি’ মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ের লক্ষ্যে প্রদর্শনী ট্রায়ালের ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের পাড়াপাঁচাশি গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোছা. নাছরিন আক্তার বানুর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সাবেক সদস্য পরিচালক (শস্য) বিএআরসি ও ক্রপএক্সপার্ট জোনিং প্রকল্পের ডা. মো. আজিজ জিলানী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পরিচালক মো. আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিচালক বিনা ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের সিনিয়র স্পেশালিস্ট (জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ) ডা. মো. মনোয়ার করিম খান, বিএআরসি মৎস্য বিভাগের সদস্য পরিচালক অজিত কুমার চক্রবর্তী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রানী চৌহান, ইউপি চেয়ারম্যান আজিজুল হক ভূঞা মিলন, উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আজাদ সুমী, উপসহকারী কৃষি অফিসার আলী আকসার খানসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শতাধিক কৃষক-কৃষানি ও স্থানীয় সাংবাদিকরা।