রামগড়ে বজ্রপাতে গরুসহ কৃষকের মৃত্যু

প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

খাগড়াছড়ির রামগড়ে বজ্রসহ ঝড়বৃষ্টির সময় বাড়ির উঠানে দুটি গরুসহ গনজ মারমা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল ভোর ৫টায় উপজেলার ১ নম্বর ইউনিয়নের দুর্গম হাজাছড়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দোকান, বসতঘরসহ বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। বজ্রপাতে মৃত গনজ মারমা দুর্গম হাজাছড়া গ্রামের বাসিন্দা কংজ্র মারমার ছেলে। এলাকাবাসী জানায়, ভোর ৫টার দিকে হঠাৎ করেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। মুহূর্তেই শুরু হয় প্রচণ্ড ঝড়বৃষ্টি। এতে রামগড় বাজার, দারোগাপাড়া, মহামুনি ও হাজাছড়া পাড়াসহ ৫টি গ্রাম ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।