ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কৃষ্ণচূড়ায় সেজেছে দৌলতদিয়া মহাসড়ক

কৃষ্ণচূড়ায় সেজেছে দৌলতদিয়া মহাসড়ক

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট। প্রতিদিন শত শত যানবাহন এ মহাসড়ক দিয়ে চলাচল করে। বর্তমানে এ সড়কে যাতায়াতকারীদের নজর কাড়ছে লাল কৃষ্ণচূড়া ফুল।

মহাসড়কের দুই পাশে লাল কৃষ্ণচূড়ায় ছেয়ে গেছে। দূর থেকে দেখলে মনে হয়, বৈশাখের রোদ্দুরের সবটুকু উত্তাপ গায়ে মেখে নিয়েছে রক্তিম এই পুষ্পরাজি।

সবুজ চিরল পাতার মাঝে যেন আগুন জ্বলছে। সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বাইপাস সড়ক থেকে শুরু করে ক্যানাল ঘাট এলাকার মহাসড়কের দুই পাশে ছেয়ে গেছে লাল কৃষ্ণচূড়া ফুল। গ্রীষ্মের দাবদাহে মানুষ আর পশু-পাখি যখন বেসামাল, ঠিক তখনই কৃষ্ণচূড়ার ফুলে বিচিত্র রূপ নিয়েছে দৌলতদিয়ার মহাসড়ক। এ যেন কৃষ্ণচূড়ার রঙিন রঙে মেতেছে সড়কটি।

কৃষ্ণচূড়া ফুলে ভরা গাছগুলো নজর কাড়ছে দর্শনার্থীসহ এই মহাসড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত