ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নুরজাহান

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নুরজাহান

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ এর জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে শেখ নুরজাহান আক্তার। সে চাঁদপুর জেলার হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান শাখার শিক্ষার্থী। সে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন রায়শ্রী গ্রামের শেখ বাড়ির শেখ মিজানুর রহমানের মেয়ে।

শেখ নুরজাহান আক্তারের বাবা হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান)। গত মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট এলাকার প্রাইমারি টিচার্স কলেজে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সে ‘বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ’ বিষয়ে চ্যাম্পিয়নশিপের গৌরব অর্জন করে।

বাবা শেখ মিজানুর রহমান জানান, বিজয়ী হিসেবে নুর জাহান আক্তার নগদ ২ লাখ টাকার চেক, সনদ ও ক্রেস্ট সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে গ্রহণ করবেন। শেখ নুরজাহান আক্তার যেন আগামীতে আরো ভালো করতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ জানান, শেখ নুরজাহানকে নিয়ে আমরা গর্ববোধ করি। সে আমাদের প্রতিষ্ঠান তথা জেলার জন্য বিরল গৌরব অর্জন করেছে। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত