ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার পাঁচ

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার পাঁচ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গতকাল রাত ১টায় মডেল থানার এসআই মুহাম্মদ হারুনুর রশিদ থানায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ১৪-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অথবা দাউদকান্দি থানার যে কোনো বাসাবাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে অস্ত্র¿সহ ডাকাতির প্রস্তুতি গ্রহণ করেছে। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন হতে দাউদকান্দির কানরাগামী রাস্তার ডান পাশে নির্জন জায়গা ডাকাতি করার জন্য একসঙ্গে হয়েছে। সংবাদ পাওয়ার পর কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নানের নির্দেশনায়, দাউদকান্দি সার্কেল এএসপি এনায়েত কবির সোহেব, দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক ও ওসি তদন্ত শহিদুল্লাহ প্রধানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম অভিযানে বের হয়। অভিযান পরিচালনাকালে ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে, পুলিশের ওপর আক্রমণ করার চেষ্টা করলে, পুলিশ ২৫ রাউন্ড শর্টগানের কার্তুজ ফায়ার করে। এ সময় ডাকাতরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের পিছু নেয় এবং তাদের মধ্যে থেকে পাঁচজনকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়। অন্যরা পালিয়ে যায়। আটককৃত আসামিরা হলো, মকবুল হোসেন দাউদকান্দি, ওবাইদুল, তিতাস, আকাশ মুন্সী দাউদকান্দি, সুজন আঃ হামিদ, কচুয়া, চাঁদপুর ও জামাল হোসেন কুদ্দুস দাউদকান্দি। আটকদের তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা লোহার তৈরি সচল পাইপ গান, ২টি কার্তুজ, একটি লোহার তৈরি ছোরা, একটি লোহার তৈরি রমাদা, দুইটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি রামদা ও দুইটি লোহার পাইপ উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে ডাকাতি পরিকল্পনার বিষয়টি স্বীকার করে আসামিরা আরো জানায়, তারা উপজেলার মোহাম্মদপুর এলাকায় বাসাবাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে সমবেত হয়েছিল। তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত