ঝড় ও শিলাবৃষ্টিতে মুন্সীগঞ্জে ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টিতে ধান, পাট, তিল ও বাঙ্গি চাষিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে গত রোববার রাতের এ তাণ্ডবে দুটি উপজেলার প্রায় ৫০০ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষক মো. রফিক সবুজ বলেন, কিস্তি-লোন নিয়া চাষাবাদ করছি। বাঙ্গি, কুমড়া, ধুন্দুল, ভেন্ডি গত রাতের শিলাবৃষ্টিতে আমাগো স্বপ্ন শেষ হইয়া গেছে। গত তিন মাস ধরে যত্ন নিয়া চাষাবাদ করতাছি। সামনে কীভাবে চাষাবাদ করুম চিন্তা কইরা কূল পাইতাছি না। আর একটা সপ্তাহ যদি সময় পাইতাম তাইলে বাঙ্গিগুলো বিক্রি কইরা কিছু টাকা লাভ পাইতাম। এদিকে মুন্সীগঞ্জ সদরের রমজানবেগ এলাকার শতাধিক কৃষক বাঙ্গি চাষ করে এখন দিশাহারা। এ ফসলের আয় দিয়েই অধিকাংশ কৃষকের সারা বছর চলে। সবে মাত্র খেত থেকে কৃষক বাঙ্গি বিক্রি শুরু করেছেন। কিন্তু হঠাৎ শিলাবৃষ্টিতে এ ফসল নষ্ট হওয়ায় কৃষকরা চোখে-মুখে অন্ধকার দেখছেন। ক্ষতিগ্রস্ত অপর কৃষক মো. নূর হোসেন বলেন, আমি ৪৮০ শতাংশ জমিতে বাঙ্গি আবাদ করছি। পাশাপাশি কুমড়া ও পাট চাষ করছি। আমার দুই থেইকা আড়াই লাখ টাকা খরচ হইছে।