শেরপুরের শ্রীবরদীতে অনলাইন জুয়ার এজেন্ট মো. আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আলমগীর হোসেন উপজেলার কাউনেরচর এলাকার নুরুল আমিন ওরফে চাঁন মিয়ার ছেলে। গতকাল দুপুরে ধৃত আসামির নামে মামলা দিয়ে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত ৫ মে রাতে অনলাইন জুয়া খেলার সংবাদ পেয়ে ঝগড়ারচর বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ঝগড়ারচর বাজারস্থ আল আমিন লাইব্রেরির সামনে অনলাইনে জুয়া খেলা ও পরিচালনা করা অবস্থায় আলমগীর হোসেনকে আটক করা হয়। পরে তার নিকট থাকা অনলাইন জুয়া খেলা ও পরিচালনায় ব্যবহৃত একটি সচল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্রীবরদী থানার এসআই মো. মেহেদী হাসান বাদী হয়ে ১৯৮৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ৩০(২) ধারায় মামলা দায়ের করেন। এ বিষয়ে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, অনলাইন জুয়ার কারণে অনেক যুবক নিঃস্ব হচ্ছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।