ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

উপজেলা পরিষদ নির্বাচন

দিনাজপুরে জেলা প্রশাসকের আইনশৃঙ্খলা সভা

দিনাজপুরে জেলা প্রশাসকের আইনশৃঙ্খলা সভা

দিনাজপুর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে, জেলা প্রশাসকের আয়োজনে আইন-শৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রশাসকের হলরুমে জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার সদস্যদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ভোটারদের সঙ্গে আস্থা অর্জন করতে হবে। তবে জনসাধারণের কাঙ্ক্ষিত সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া সম্ভব। ভোট গ্রহণের দায়িত্ব পালনে কোনো বাহিনীর দায়িত্ব অবহেলা ও স্বজনপ্রীতি গ্রহণযোগ্য হবে না। প্রত্যেক সদস্যকে নিরপেক্ষ থেকে ভোট গ্রহণের দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে কাকে ছাড় দেওয়া হবে না। প্রথম ধাপের ৩টি উপজেলায় ১ হাজার ২০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩ উপজেলায় ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের দিন দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া পৃথকভাবে বিজিবি আনসার ও র‍্যাব সদস্য মোতায়েন থাকবেন। জেলা প্রশাসক শাকিল আহমেদ সভাপতির বক্তব্যে বলেন, উপজেলা নির্বাচনের প্রথম পর্যায়ে দিনাজপুরে ৩টি উপজেলা ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুর উপজেলায় আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ভোটের দিন সকাল ৭ টায় ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানো হবে। তিনি ভোট গ্রহণে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দীর্ঘ মনোভাব নিয়ে তাদের দায়িত্ব পালন করার আহ্বান জানান। সভায় বিজিবির প্রতিনিধি, আনসার ও ভিডিপি সদস্যদের প্রতিনিধি, র‍্যাব সদস্যদের প্রতিনিধি, জেলা নির্বাচন কর্মকর্তা ও তার প্রতিনিধি, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তারা ও সব থানার অফিসার ইনচার্জ উপস্থিত থেকে তাদের মতামত এনং সমস্যাগুলো উপস্থাপন করেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো: কামরুল ইসলাম জানান, প্রথম ধাপের ৩টি উপজেলা ঘোড়াঘাট, হাকিমপুর ও বিরামপুরে ৩ লাখ ৩৯ হাজার ৯৫ জন ভোটা রয়েছে। এর মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৬৮ হাজার ৭৯৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ২৮৯ জন। মোট ভোট কেন্দ্র ১৫০টি। এর মধ্যে ৩১টি ভোট কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ৩টি উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন, ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত