দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চাঁদপুর শহরে নেমেছে স্বস্তির বৃষ্টি। গত রোববার দিনগত রাতে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও শহরের মানুষ বৃষ্টির ছোঁয়া পায়নি। শুধুমাত্র ঘূর্ণিবাতাস ও বিজলি চমকানোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে শেষ রাতে ঠান্ডা অনুভব হয়। গতকাল সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থেকে দুপুর সাড়ে ১২টার থেকে মাঝারি ও ভারী বর্ষণ শুরু হয়। এতে স্বস্তি মিলে শহরের খেটে খাওয়া শ্রমিকদের থেকে শুরু করে সকলের। বৃষ্টির ছোঁয়া পেয়ে উচ্ছ্বসিত দেখা যায় বিভিন্ন লোকজনকে। তবে সড়কগুলোতে যানবাহন এবং পথচারীর সংখ্যা কমেছে। চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ সচিব এমএ কুদ্দুস রোকন বলেন, আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে।