রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়া লোকমানপুর রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন ভেঙে ৬ ইঞ্চি ফাঁক হওয়ার ঘটনা ঘটেছে। ফলে ওই স্থানে বস্তা গুঁজে ধীর গতিতে রাজশাহী রুটের ট্রেন চলাচল করছে। বর্তমানে ওই স্থানে মেরামতের কাজ চলছে। গতকাল সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। জিএম অসীম কুমার তালুকদার জানান, আমাদের এ অঞ্চলের রেললাইনগুলো প্রায় ৫০ বছরের পুরোনো। ফলে এ রেললাইনের ধারণক্ষমতা কমে গেছে। এজন্য কিছু কিছু স্থানে চাপে রেললাইনগুলো ভেঙে যায়।
সকালে একটি কমিউটার ট্রেন চলাচলের সময় স্থানীয় লোকজন রেললাইন ভাঙা দেখতে পায়। পরে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন প্রায় ৬ ইঞ্চির মতো ভেঙে গেছে। তবে তেমন বিপজ্জনক নয়। ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করছে। তিনি আরো বলেন, ভাঙা রেললাইন স্থানে মেরামত কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্য স্বাভাবিক হবে বলে তিনি জানান।