মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে রৌপ্যমুদ্রা মুদ্রা ভর্তি মাটির কলস। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পৌর এলাকার কাকনহাটি গ্রামে নলকূপ বসানোর জন্য মাটি খুঁড়ার সময় পাওয়া যায় কলসটি। গতকাল দুপুরে কলসটি পাওয়া যায়। মাটির কলসটিতে মোট ৭৭টি রুপার মুদ্রা পাওয়া যায়। মুদ্রার গায়ের লেখা দেখে অনেকেই ধারণা করছেন এগুলো ১৬০০ শতকের কাছাকাছি সময়ে মূল্যবান মুদ্রা। ব্রিটিশ শাসনামলে তৈরি বেঙ্গল প্রেসিডেন্সির কয়েন। জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামে সানু মিয়ার বাড়িতে নলকূপ বসানোর জন্য মাটি খুঁড়া হচ্ছিল। এ সময় একটি মাটির হাঁড়ি পাওয়া যায়, সেগুলোর ভেতরে ছিল ৭৭টি রৌপ্যমুদ্রা। সকাল ১০টায় কাকনহাটি সানু মিয়ার বাড়িতে টিউবওয়েল বসাতে আসেন গৌরিপুর উপজেলার বেতান্দর গ্রামের মজিবুর রহমান, রফিকুল, শামীম। গর্ত করার সময় কল শ্রমিক মজিবুর রহমান একটি মাটির পাত্র দেখতে পান এবং উঠানে নিয়ে আসেন। এ সময় কল বসানোর কাজ দেখতে আসা প্রতিবেশী সালমা বেগম সানু মিয়ার মেয়ে সোমাকে ডাক দেন। মাটির পাত্রটি ভাঙলে বেশ কিছু রুপার মুদ্রা দেখতে পান। স্থানীয়রা জানান, কল শ্রমিক মজিবুর ও সোমা মুদ্রাগুলো ভাগবাটোয়ারা করে নেন। সোমা নিজ ঘরে ও মজিবুর ধানখেতে সে মুদ্রাগুলো লুকিয়ে রাখেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে রটনা হলে তারা সেগুলো ফেরত দেন। সাবেক পৌর কাউন্সিলর আবুল কাশেম তালুকদার বলেন, গুণে দেখছি ৭৭টি রুপার মুদ্রা। এগুলো যেহেতু প্রাচীন মুদ্রা সেজন্য সরকারের কাছে হস্তান্তর করব। সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসাইন জানান, থানা পুলিশের সহযোগিতায় মুদ্রাগুলো উদ্ধার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জেলা ম্যাজিস্ট্রেট পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।