ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মো: আহছান হাবীব

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মো: আহছান হাবীব

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ শিক্ষার্থী ও ফল অনুযায়ী দিনাজপুর জেলার পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শ্রেষ্ঠত্ব শিক্ষাপ্রতিষ্ঠান অর্জন এবং একই প্রতিষ্ঠানের (কারিগরি পর্যায়ে) জেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কলেজের অধ্যক্ষ মো: আহছান হাবীব। জেলার পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ও প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ মো. আহছান হাবীবকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ কারিগরি পর্যায়ে জেলায় শ্রেষ্ঠ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম। বিগত পাঁচ বছর ধরে জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা ও উপজেলায় প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্বের অর্জন ধরে রেখেছে পার্বতীপুর উপজেলায় (কারিগরি পর্যায়ে) শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মো. আহছান হাবিবও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আহছান হাবীব বলেন- জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা ও উপজেলায় আমি ও আমার প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে আসছি। কলেজের শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবার জেলায় জাতীয় শিক্ষা সপ্তাহে তার শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি নিজে শ্রেষ্ঠ হয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত