আদমদীঘিতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

প্রকাশ : ১০ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে একটি মাছচাষ পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ১৬ লাখ টাকার বাজারজাতকরণের দেশীয় জাতের মাছ মেরে নিধন করেছে দুর্বৃত্তরা। ফলে ব্যাপক ক্ষতিসাধনের মুখে পড়েছেন মাছচাষিরা। গত বুধবার দিবাগত রাতে উপজেলার মিতইল পশ্চিমপাড়া গ্রামের ভুতাতলা নামক পুকুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে বলে মাছচাষি তপন কুমার জানান। ক্ষতিগ্রস্ত মাছচাষি তপন কুমার জানান, তিনিসহ তার অপর সহপাঠী নিখিল চন্দ্র দাস ও ওমল চন্দ্র কর্মকার একত্রে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের মিতইল পশ্চিমপাড়া গ্রামে পাঁচ বিঘা জলাশয়ের ভুতাতলা নামক পুকুরটির কিছু অংশ লীজ নিয়ে ৯ বছর ধরে বিভিন্ন প্রজাতির মাছচাষ করে আসছেন। বর্তমানে পুকুরটিতে বাজারজাতকরণের জন্য প্রায় ১৬ লাখ টাকার মূল্যের- রুই, কাতলা, সিলভার, পাঙ্গাস, পবাসহ বিভিন্ন জাতের প্রস্তুত ছিল। গত বুধবার দিবাগত গভীর রাতে কে বা কারা শত্রুতাবশত ওই পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করলে পুকুরে পালন করা সব মাছ মরে বিনষ্ট হয়।