গো-খাদ্যের খরচ কমাতে সাইলেজ প্রযুক্তি প্রদর্শন
প্রকাশ : ১০ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি
গবাদিপশুর খাদ্য খরচ হ্রাসকরণে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের উদ্যোগে উন্নত জাতের ঘাস চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও সংরক্ষণ বিষয়ক সাইলেজ প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। গত বুধবার সকালে উপজেলার আলাদিপুর ইউনিয়নের ছোট ভিমলপুর গ্রামের গবাদিপশুর খামারি আব্দুল্লাহ আল হাসিবের খামার চত্বরে আনুষ্ঠানিকভাবে সাইলেজ প্রযুক্তি প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. রবিউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. নেয়ামত আলী।
এছাড়া বক্তব্য রাখেন, কমিউনিটি এক্সটেনশন এজেন্ট মো. মামুনুর রশিদ। উপস্থিত গবাদিপশুর খামারি ও লালন-পালনকারিদের উদ্দেশ্যে আলোচকরা জানান, গবাদিপশুর খামার পরিচালনায় সবচেয়ে বেশি খরচ হয় গো-খাদ্যে। এতে ৭০ শতাংশ খরচ হয়। বৈশ্বিকভাবে গো-খাদ্য মূল্যের ঊর্ধ্বগতি হওয়ায় এর প্রভাবে বাংলাদেশের খামারিরাও খামার পরিচালনায় হিমশিম খাচ্ছেন। এজন্য গো-খাদ্য খরচ হ্রাসকরণের লক্ষ্যে দানাদার গো-খাদ্যের বিকল্প হিসেবে স্বল্প খরচে উন্নত জাতের ঘাস চাষে উদ্বুদ্ধকরণ ও ঘাস সংরক্ষণে সাইলেজ প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে, যাতে করে আগামীতে খামারি ও গবাদিপশু পালনকারিদের কল্যাণে কাজ করে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. রবিউল ইসলাম বলেন, গবাদিপশুর খাদ্য খরচ হ্রাসকরণে উন্নত জাতের ঘাষ চাষে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও সংরক্ষণ বিষয়ক সাইলেজ প্রযুক্তি প্রদর্শনসহ-এর কার্যকারিতার বিষয়ে কার্যক্রম অব্যাহত থাকবে।