পিকআপের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে নিহত এক

প্রকাশ : ১০ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দিনাজপুরের ফুলবাড়ীতে ওষুধবাহী মিনি পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তির নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর তিনজন। গতকাল সকাল ৮টার দিকে ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারোকোনো নামক স্থানে এ ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তির নাম সামসুল হক। তিনি পার্বতীপুর উপজেলার হারিরামপুর ইউনিয়নের বারোঘরিয়া গ্রামের মৃত মজিতুল্লাহর ছেলে। আহত তিনজন হলেন- একই উপজেলার আনন্দবাজার উত্তর গ্রামের ফয়জার আলীর ছেলে রফিকুল ইসলাম, একই গ্রামের আলস্না মালিকের ছেলে শফিকুল ইসলাম ও দলাইকোটা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মো. মাবুদ। পেশায় হতাহতরা সকলেই মৎস্যজীবী। মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সামসুল হকসহ ওই তিনজন ফুলবাড়ী উপজেলার লক্ষ্মীপুরের এক পুকুরে মাছ ধরার জন্য গত বৃহস্পতিবার সকালে সরঞ্জামসহ ব্যাটারিচালিত অটোভ্যানে করে ফেরার সময় ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বারোকোনা ওষুধবাহী মিনি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায়। এতে পিকআপটি ছিটকে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। ঘটনাস্থলেই সামসুল হকের মৃত্যু ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফুলবাড়ী থানার এসআই আসলাম উদ্দিন বিশ্বাস ও এএসআই মো. গোলাম রব্বানী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার পর মিনি পিকআপটির চালক ও সহকারী পালিয়ে গেছে। মরদেহ ও পিকআপটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।