ভৈরবে মাদকসহ গ্রেপ্তার চার

প্রকাশ : ১১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরবে তিন নারীসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গত বৃহস্পতিবার দুপুরে ভৈরবের মেঘনা নদীতে টহলের সময় গাঁজা ও ফেনসিডিলসহ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, পঞ্চবটি ভৈরবের মোস্তাক আহম্মেদ হান্নানের ছেলে মো. সাইফ আহম্মেদ, পঞ্চবটি বিসমিল্লাহ স্টোরের মালিক অরুণ মিয়ার ভাড়াটিয়া আবুল হোসেনের স্ত্রী ফাতেমা আক্তার, পঞ্চবটি রইস মাস্টারের বাড়ির রবিন মিয়ার স্ত্রী সালমা আক্তার ও আব্দুল্লাহপুর আখাউড়ার ইয়াসিন মিয়ার মেয়ে আমেনা আক্তার। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর জব্বার জুটমিল এলাকায় অভিযান চালিয়ে নৌ থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক পাচারকারীদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে কৌশলে থাকা বিভিন্ন ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা ও ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ভৈরব নৌ-থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।