নওগাঁয় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই

প্রকাশ : ১১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় বজ্রপাত ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় শ্রমিকসহ দুইজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার জেলার মান্দা ও মহাদেবপুরে পৃথক সময়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের বামনছাতা গ্রামের আব্দুল জব্বারের ছেলে তহিদুল ইসলাম মিঠু এবং মান্দা উপজেলার চকহরিনারায়ণপুর গ্রামের দিলবর রহমানের ছেলে বাবুল হোসেন। মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন- সকাল থেকে উপজেলার চকহরিনারায়ণপুর গ্রামের মাঠে ধানকাটার কাজ করছিলেন বাবুল হোসেন। দুপুরের দিকে পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায়। এ সময় হঠাৎ করে বজ্রপাত হলে বাবুল হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়না তদন্ত ছাড়াই আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদোহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, তহিদুল একজন অটো চালক। সে তার বাড়িতে অটো চার্জারে চার্জ দেয়। প্রতিদিনের মতো সকালে বাড়িতে অটো চার্জার ভ্যানের সংযোগ খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে দাফনের অনুমতি দেয়া হয়েছে।