ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর পাঁচদোনায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন মাইক্রোবাসের আরো তিন যাত্রী।
গতকাল শনিবার ভোরে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তারা একটি গানের ব্যান্ড দলের সদস্য বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, গতকাল ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস সিলেটের উদ্দেশে যাত্রা করে। পরে ভোর ৫টার দিকে পাঁচদোনা ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছলে ঢাকা অভিমুখী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক সালাম (৩২) ও পিয়াল (২৬) নামের এক যাত্রী নিহত হয়। আহত হয় মাইক্রোবাসে থাকা আরো তিন যাত্রী। তারা হলো, শাকিব (২৬), আকিব (২৬) ও অমিত (২৭)। মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুই জনের মরদেহ উদ্ধার করে মাধবদী থানায় হস্তান্তর করেছি। এ ঘটনায় আরো তিন যাত্রী আহত হয়েছেন। তবে আহতদের আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আশপাশের হাসপাতালে নিয়ে ভর্তি করে। স্থানীয়রা জানান, হানিফ পরিবহনের বাসের সাথে এই দুর্ঘটনা ঘটেছে।