ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

থানায় মামলা না নেয়ার অভিযোগ

সোনারগাঁওয়ে নগদ ২ লাখ টাকা ও তিনটি মোবাইল ছিনতাই

সোনারগাঁওয়ে নগদ ২ লাখ টাকা ও তিনটি মোবাইল ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রাইভেট কার থামিয়ে নগদ ২ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকার আগমনী সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী সোনারগাঁও থানার গিয়ে মামলা দায়ের করতে চাইলে, গত বৃহস্পতিবার পুলিশ সাড়ে ৩ ঘণ্টা বসিয়ে রেখে মামলা না নিয়ে মোবাইল হারিয়ে যাওয়ার একটি জিডি নথিভুক্ত করে। তবে সোনারগাঁও থানা পুলিশের কাছে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে তিনি হতাশা প্রকাশ করেন।

ভুক্তভোগী গোলাম রাব্বি আলোকিত বাংলাদেশকে জানান, তিনি গত সোমবার রাতে চাঁদপুর জেলা থেকে একটি প্রাইভেট কার যোগে ঢাকা আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর আগমনী সিএনজি পাম্পের সামনে যানজটে পড়লে ছয় থেকে সাতজনের একটি ছিনতাইকারি দল ধারালো অস্ত্র দিয়ে গাড়ির ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন সেট ছিনতাই করে নিয়ে যায়।

এ ব্যাপারে সোনারগাঁও থানার এসআই মো. ফিরোজ আহমেদ বলেন, ভুক্তভোগী গোলাম রাব্বি আমদের সঙ্গে একমত পোষণ করেই থানায় জিডি করেছেন। এখানে পুলিশের কোনো দোষ নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত