ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঝালকাঠিতে বোরোর ভালো ফলনেও শঙ্কায় কৃষক

ঝালকাঠিতে বোরোর ভালো ফলনেও শঙ্কায় কৃষক

ঝালকাঠিতে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি বোরো ধান উৎপাদন হয়েছে। আবহাওয়া চাষের উপযোগী হওয়ায় এবার প্রতি হেক্টর জমিতে ধান পাওয়া যাচ্ছে সাড়ে ৬ মেট্রিক টন। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়ায় সহজেই উৎপাদিত ধান ঘরে তুলতে পারছেন কৃষকরা। তবে ধানের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় কৃষকরা। কৃষি বিভাগ বলছে, সরকারি প্রণোদনা ও সঠিক পরামর্শ দেওয়ায় ফলন ভালো হয়েছে। ঝালকাঠি জেলার বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা বোরো ধান। কোনো ধরনের প্রতিকূলতা না থাকায় ধানের ফলন ভালো হয়েছে। শ্রমিক বা আধুনিক যন্ত্রের মাধ্যমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তবে প্রথম দিকে ১ হাজার ২০০ টাকা মণ দরে ধান বিক্রি করা গেলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৫০ টাকা দরে। শেষ পর্যন্ত এই দামও পাওয়া যাবে কি না তা নিয়ে শঙ্কায় কৃষকরা। তারা বলছেন, প্রতিবছর নানা অজুহাতে অধিকাংশ কৃষকের কাছ থেকে ধান নিতে চান না খাদ্য গুদাম কর্তৃপক্ষ। এছাড়া বাজারে ধান বিক্রি করতে গেলে সেখানেও মধ্যস্বত্বভোগীদের কারণে ন্যায্য দাম থেকে বঞ্চিত হন কৃষক। তাই উপযুক্ত দামে সরকারিভাবে সরাসরি ধান কেনার দাবি তাদের। ঝালকাঠি জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ নাজমুল হোসাইন বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত কৃষকের কাছ থেকে নির্ধারিত দামে বাছাইকৃত বোরো ধান ও চাল সংগ্রহ করা হবে। এ ক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত