আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশাল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে গাজীপুরের কাপাসিয়ায় গতকাল সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজ ও কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নার্সিং কলেজের সামনে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কেএম লুৎফর রহমান। দুপুরে নার্সিং কলেজ অডিটরিয়ামে কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষার্থী মৌসুমি খাতুন এবং মো. তারেক আহাম্মেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পাবলিক হেলথ নার্স নাজমা আক্তার। অন্যান্যের মাধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক রিনা পারভিন অবসর প্রাপ্ত নার্স সেলিনা পারভিন, হাফেজা খাতুন, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার জাকিয়া সুলতানা, প্রভাষক মোহাম্মদ জাকির হোসেন, নার্সিং ইনস্ট্রাক্টর মো. লুৎফুর রহমান, শিক্ষার্থী লুবনা আক্তার, তানিয়া সুলতানা, মাসুদ রানা, কানিজ গুলশানআরা প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অবদানে একজন সেরা শিক্ষক, ১৩ জন কৃতি শিক্ষার্থী একজন সিনিয়র স্টাফনার্স ও একজন মিডওয়াইফকে বিশেষ সম্মাননা দেয়া হয়। সন্ধ্যায় শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপনী করা হয়।