ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হতে হবে

মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
সুশিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হতে হবে

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, পিতামাতা আমাদের যেভাবে দক্ষ সন্তান হিসেবে গড়ে তুলেছেন, তেমনি তোমাদের পিতামাতাও তোমাদেরও সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই ভবিষ্যৎ প্রজন্মের সুফল ভোগ করতে পারবেন। একজন শিক্ষার্থী সুশিক্ষা শিক্ষিত হয়ে দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ হিসেবে পরিচিত পাবে। এতে সে দেশের সম্পদ হয়ে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। মাথা উঁচু করে দাঁড়াতে পারলেই সে অর্থনৈতিক এবং সামাজিকভাবে সমাজের প্রতিটি স্তরে নিজেকে কাজে লাগাতে পারবে। এ জন্য প্রতিটি নাগরিকের দায়িত্ব তাদের সন্তানদের সুশিক্ষা শিক্ষিত করায়।

প্রধান অতিথির বক্তব্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মহান মুক্তিযুদ্ধের সারমর্ম ইতিহাস তুলে ধরেন। গত রোববার বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত তিনতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি মো. খালেদুর রব মিঠু-এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আকবর হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মো. জাহাঙ্গীর আলম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির অভিভাবক সদস্য ফাতেমা আক্তার, ব্যবসায়ী মাসুদ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ সেলিম মিয়া, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার মো. আবু তাহের, বীরমুক্তিযোদ্ধা হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মো. ফরহাদ হোসেন রতন, অধ্যাপক সেলিম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত