ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ এসআই ধোবাউড়া থানার জাহিদ হাসান

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ এসআই ধোবাউড়া থানার জাহিদ হাসান

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন ধোবাউড়া থানার জাহিদ হাসান। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় গত মঙ্গলবার সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এসআই জাহিদ হাসানের হাতে পুরস্কার তুলে দেন জেলা পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঁইয়া। তিনি সীমান্তবর্তী ধোবাউড়া থানায় যোগদানের পর মাদকের সাথে যুদ্ধ ঘোষণা করেন। অফিসার ইনচার্জ চান মিয়ার নির্দেশনায় একের পর এক মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেন তিনি। গত ২১ এপ্রিল ২ লক্ষ ৮০ হাজার টাকার ৯৪ বোতল ভারতীয় মদ এবং ৫ লাখ টাকার হেরোইন উদ্বার করেন। একই সাথে তিনি মাদক ব্যবসায়ীদেরও আটক করে মাদক আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেন। ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ চান মিয়ার নির্দেশনায় প্রতিনিয়তই মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এসআই জাহিদ হাসান। মাদকের বিরুদ্ধে এসআই জাহিদ হাসানের সাহসী অভিযানে ঘুম হারাম সীমান্তে মাদক ব্যবসায়ীদের। শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হওয়ায় জাহিদ হাসান বলেন, আমাকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করায় জেলা পুলিশ সুপার স্যার, হালুয়াঘাট সার্কেল স্যার এবং ওসি স্যারসহ ঊর্ধ্বতন স্যারদের প্রতি কৃতজ্ঞতা জানাই, এখানে মাদকের পাচার ঘটে, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত