গাইবান্ধায় হাটসভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৫ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গাইবান্ধা প্রতিনিধি

কৃষি কৃষক খেতমজুর বাঁচাতে জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের শতকরা ৪০ ভাগ বরাদ্দ, কৃষি ফসলের লাভজনক মূল্যের দাবিতে গত সোমবার রাতে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর হাটে এক হাটসভা অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট সদর উপজেলা শাখা এ হাট সভার আয়োজন করে। কৃষক ফ্রন্টের উদ্যোগে ৮ দফা দাবিতে সারা দেশব্যাপী ১০ মে থেকে ২৫ মে পর্যন্ত দাবির পক্ষে বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে। সভায় প্রধান আলোচক ছিলেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক ও জেলা বাসদ আহ্বায়ক গোলাম রব্বানী। উল্লেখ্য, আট দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ মে জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হবে।