ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অবৈধ পলিথিন বিক্রির দায়ে জরিমানা

অবৈধ পলিথিন বিক্রির দায়ে জরিমানা

ফেনীর দাগনভূঞায় অবৈধ পলিথিন বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে পৌর এলাকার বসুরহাট সড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিবেদিতা চাকমা এবং ফেনী জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট তানভীর হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দাগনভূঞা পৌর শহরে অবৈধ পলিথিন বিরোধী অভিযানে পলিথিন মজুত রাখায় বসুরহাট সড়কের জাহাঙ্গীর ট্রেডার্সকে ৭ হাজার টাকা জরিমানা ও ১১০ কেজি পলিথিন জব্দ এবং হারুন স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা ও ৫০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বিক্রি না করতে স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। ফেনী পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট তানভীর হোসেন বলেন, পরিবেশ রক্ষায় সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে পরিবেশ অধিদপ্তর কাজ করছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির মাধ্যমে পলিথিনের ব্যবহার বন্ধ ও বিকল্প ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাওন শওকত, নমুনা সংগ্রহকারী সম্রাট জাহাঙ্গীর, সহায়ক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। এতে দাগনভূঞা থানার পুলিশের একটি দল সহযোগিতা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত