ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আইফোন না পেয়ে কিশোরের আত্মহত্যা

আইফোন না পেয়ে কিশোরের আত্মহত্যা

কয়েকদিন ধরে বাবার কাছে আইফোন চেয়ে আসছিল মৃদুল। বাবার ওপর অভিমান করে আত্মহত্যা করে ওই কিশোর। গতকাল সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃদুল ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মোমেন মিয়ার ছেলে। মৃদুলের মা লাভলী আক্তার একমাত্র ছেলেকে হারিয়ে কান্নাজড়িত কন্ঠে বলেন, রাতে ছেলে ভাত খেয়ে পাশের রুমে ঘুমাতে গেছে। সকালে উঠে দেখি ছেলে দুনিয়ায় নেই। মৃদুলের মামা সানাউল্লাহ বলেন, আমার ভাগিনা আগে মাদ্রাসায় লেখা পড়া করত। কয়েকদিন ধরেই তার বাবার কাছে আইফোন চেয়েছিল। বিদেশে তার বাবা অসুস্থ থাকায় বলেছে কয়েকদিন পরে আইফোন পাঠাবে। কিন্তু ভাগিনা অভিমানে গত মঙ্গলবার রাতে ঘরের ভেতরেই ফাঁস দিয়েছে। গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ওমর ফারুক বলেন, আইফোনের জন্য বাবার সঙ্গে অভিমান করে নিজ শয়ন কক্ষে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মৃদুল নামে এক কিশোর। গতকাল সকালে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত