তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে প্রশিক্ষণ
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া প্রতিনিধি
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ে কুষ্টিয়ায় ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় অংশগ্রহণকারীরা জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নানা সুপারিশমালা তুলে ধরেন। কর্মশালায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজা। তিনি তামাক চাষ ও তামাকের ব্যবহার নিরুৎসাহিত করতে সবাইকে কাজ করার আহ্বান জানান। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আকুল উদ্দিন। অংশ নেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, আইনজীবী ও সাংবাদিকরা। অংশগ্রহণকারীরা ৪টি গ্রুপে ভাগ হয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নানান সুপারিশমালা পেশ করেন। এরমধ্যে আইনের প্রয়োগে মোবাইল কোর্ট বাড়ানোর প্রস্তাব আসে বেশি। এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ করতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি।