ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আকাশ কলি দাসকে ‘পাখি-বন্ধু’ পদকে ভূষিত

আকাশ কলি দাসকে ‘পাখি-বন্ধু’ পদকে ভূষিত

পাবনার আকাশ কলি দাসকে ‘পাখি-বন্ধু’ পদকে ভূষিত করেছে পাখিদের নিয়ে কাজ করা সংগঠন অ্যাপস, বাংলাদেশ। অ্যাসোসিয়েশন অব প্যারোট অ্যান্ড প্যারাকিট স্টকব্রিডার্স (অ্যাপস) বাংলাদেশের নেতৃবৃন্দ গত সোমবার পাবনার বেড়া উপজেলার অন্তর্গত কৈটোলা গ্রামে শ্রী আকাশ কলি দাসের বাড়িতে উপস্থিত হয়ে এ পদক ও পুরস্কারের নগদ অর্থ তার হাতে তুলে দেন। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজোটিক বার্ড ব্রিডারদের কোনো সংগঠন বনের পাখি, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য এ ধরনের ‘পাখি-বন্ধু পদক’ ঘোষণা করল। পুরস্কারের অর্থমূল্য নগদ দশ হাজার টাকা বলে জানা গেছে। এর আগে গত ১ মে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ পদক ঘোষণা করা হয় কিন্তু শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় নব্বই ছুঁই ছুঁই আকাশ কলি দাসকে ঢাকায় না নিয়ে গিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ নিজেরাই ছুটে আসেন তার কাছে। পাখিকে ভালোবেসে চিরকুমার আকাশ কলি দাসের বাড়িতে গিয়ে দেখা গেছে অনেক সম্পত্তির মালিক হয়েও তিনি জীবনযাপন করেন অতি সাধারণ মানুষের মতো। পৈতৃক সূত্রে প্রাপ্ত দুই একর জমিতে প্রায় ষাট বছর ধরে কয়েক হাজার বৃক্ষ রোপণ ও পরিচর্যা করে প্রতিষ্ঠিত করেন পাখির এক অভয়াশ্রম যেখানে আনাগোনা ও বসবাস করে দেশি-বিদেশি হাজারো প্রজাতির পাখি। পুরস্কার পেয়ে অ্যাপস সংগঠনকে অশেষ ধন্যবাদ জানিয়ে ৮৮ বছর বয়সি পাখি-বন্ধু প্রকৃতিপ্রেমী আকাশ কলি দাস বলেন, ‘আপনাদের মতো মানুষকে আমি নিমন্ত্রণ করেও আনতে পারতাম না এখানে কিন্তু আপনারা নিজে থেকে আমাকে খোঁজ করে এই অজপাড়াগাঁয়ে চলে এসেছেন আর আমার মতো একজন সাধারণ মানুষের কাছে আপনারা এসেছেন বলে আমি কৃতজ্ঞ। আপনাদের সংগঠন ও তার সব শুভ উদ্যোগের সফলতা কামনা করি।’ অ্যাপসের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক চলচ্চিত্রকার ও আইনজীবী জনাব খান জেহাদ বলেন, ‘আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রথমবারের মত শ্রী আকাশ কলি দাসকে পাখি-বন্ধু পদকে ভূষিত করা হলো।

সকলে মিলে তার প্রতিষ্ঠিত পাখির অভয়ারণ্য ঘুরে দেখলাম। নিজেরাও পাখি ও প্রকৃতি নিয়ে কাজ করার বিষয়ে আরও বেশি উৎসাহিত বোধ করলাম।’ তিনি আরও বলেন, ‘আকাশ কলি দাসকে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি মেডেল, একটি ক্রেস্ট ও নগদ দশ হাজার টাকা পুরস্কার হিসেবে দেয়া হলো যা তার চিকিৎসায় সামান্য হলেও কাজে আসবে বলে আমাদের আশা। অ্যাপস দেশের আনাচে কানাচে নীরবে নিভৃতে থাকা আকাশ কলি দাসের মতো অন্যান্য পাখিপ্রেমীদেরও খুঁজে বের করে প্রতি বছরই সম্মানিত করতে চায়। মূলত তাদের সম্মানিত করে আমরা অ্যাপসের সব সদস্যরাই সম্মানিত হতে চাই।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত