ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেগমগঞ্জে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

বেগমগঞ্জে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্টের আওতায় বিক্রয় ও বিতরণ বিভাগ চৌমুহনী বেগমগঞ্জের আওতাধীন এলাকাসমূহে স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তারা।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে গতকাল দুপুরে চৌমুহনী চৌরাস্তায় ওয়াপদা অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। বিশেষ অতিথি বিউবো কুমিল্লা অঞ্চলের বিতরণে প্রধান প্রকৌশলী মো: তোফাজ্জল হোসেন প্রামানিক, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুর রহমান, স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনাল অব বিপিডিবি প্রকল্প পরিচালক প্রকৌশলী মোজাহারুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী পিডিবি চৌমুহনী মো: শাহাদাত ইসলাম, বেগমগঞ্জ মডেল থানার ওসি তদন্ত ফরিদুল ইসলাম, নোয়াখালী সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভূঁইয়া, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো: রহিম, বেগমগঞ্জ ওয়াপদা অফিসের এসবিএ আকবর হোসেনের সঞ্চালনা আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ গ্রাহক সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত