ফুলপুরে সাদিয়া খাতুন নামে এক নববধূকে যৌতুকের জন্য আত্মহত্যার প্ররোচণার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পুলিশ আবু হানিফ নামে এক স্বামীকে আটক করে গতকাল আদালতে পাঠিয়েছেন। উপজেলার নগুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, উপজেলার নগুয়া গ্রামের হাছেন আলীর পুত্র আবু হানিফের সাথে ২ মাস আগে হালুয়াঘাট উপজেলার কয়রাহাটি গ্রামের মুখছেদুল হকের মেয়ে সাদিয়া খাতুনের বিয়ে হয়। স্বামী যৌতুক দাবি করায় কিছুদিন ধরে তাদের মধ্যে দাম্পত্যকলহ চলছিল। গত মঙ্গলবার বিকেলে খবর পেয়ে পুলিশ স্বামীর বসতঘর থেকে সাদিয়া খাতুনের ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করে পরদিন ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে ফুলপুর থানায় একটি মামলা করেন।
বিচারের দাবিতে স্বজনরা রাতে ফুলপুরে বিক্ষোভ মিছিল করেছেন। পুলিশ স্বামী আবু হানিফকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড আবেদনসহ গতকাল বুধবার আদালতে পাঠিয়েছেন। নিহতের দাদা মিরাজ আলী জানান, বিয়ের সময় কথা না থাকলেও পরে ২ লাখ টাকা যৌতুক দাবি করে চাপ দিচ্ছিল। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান জানান, বাকি আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।