সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কুমিরের আক্রমণে মো: কুদ্দুস গাজী নামে এক মৌয়াল আহত হয়েছেন। গত সোমবার সহযোগীদের সহায়তায় আহত কুদ্দুস গাজী এলাকায় ফিরে আসলে বিষয়টি জানাজানি হয়। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। গত রোববার গভীর সুন্দরবনের কলাগাছিয়া নদীতে ওই ঘটনা ঘটে। আহত মো: কুদ্দুস গাজী শ্যমনগর উপজেলার বুড়িগোয়ালিনি গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে। ভুক্তভোগী কুদ্দুস গাজী সাংবাদিকদের জানান, ছয় সদস্যর দল নিয়ে তিনি ২ মে মধু সংঘ্রহে বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে যান। গত রোববার মধু সংগ্রহের পর তারা ছয়জন সুন্দরবনের কলাগাছিয়া নদীতে গোসল করছিলেন। এ সময় একটি কুমির তার হাত কামড়ে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় নিজের শরীরে শক্তি না পেলে পাশে থাকা সহযোগিরা তার দুই পা ধরে টানাটানি শুরু করে। একপর্যায়ে পানির মধ্যে কয়েক মিনিট টানা হেসড়ার পর কুমির তাকে ছেড়ে চলে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। কুমিরটি বাম হাত কামড়ে ধরায় একাধিক স্থানে ক্ষত তৈরি হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, সোমবার রাতে কুদ্দুস গাজী কুমিরের হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে পুনরায় বন বিভাগের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।