ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নেত্রকোনায় স্কুলছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় স্কুলছাত্রসহ দুইজনের মরদেহ উদ্ধার

নেত্রকোনায় স্কুলের ছাত্রসহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন পূর্বধলা উপজেলার রাজপাড়া এলাকার ফারুক আহমদের ছেলে ও স্থানীয় জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আকিব হাসান মাহিন এবং দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবুল হাসান খানের ছেলে ইলাল খান। গতকাল ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১১টার মধ্যে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। পুর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও দুর্গাপুর থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশান) মাহফুজ আলম এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মাহিন গত বুধবার দুপুরে এলাকার রাজধলা বিলের উত্তর পাড়ের মেহগনি বাগানে তার দুই বন্ধু উপজেলা সদরের রওশন আরা রোডের সাইমুন ও স্টেশন রোডের আবির হোসেনের সঙ্গে ঘুরতে যায়। বন্ধুরা বিকাল ৫টার মধ্যে বাসায় ফিরে আসলেও মাহিন নিখোঁজ হয়। তখন থেকেই তাকে খোঁজাখুঁজি শুরু করা হয়। গতকাল ভোর ৫টার দিকে মাহিনের পরিহিত জামা ও মোবাইল ফোন রাজধলা বিলের উত্তর পশ্চিম কোণে পরিত্যক্ত অবস্থায় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে সাড়ে ১১টার দিকে মাহিনের মরদেহ উদ্ধার করে। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। মাহিনের বড় ভাই মো. আরাফাতের দাবি- সন্ত্রারীরা মাহিনকে হত্যা করে রাজধলা বিলের পানিতে ফেলে দিয়েছে। অপরদিকে জানা যায়, ইলাল খান ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। প্রায় ২ বছর ধরে মানসিক রোগে ভোগছিলেন তিনি। মাঝেমধ্যে প্রতিবেশীদের ইলাল বলতেন যে, তিনি অক্ষম, চলতে পারেন না, বউ ছেলেদের খাওয়াতে পারেন না, তার জীবন রেখে লাভ কী! সর্বশেষ গত বুধবার রাত ২টার দিকে ইলালকে এলাকায় ঘুরাঘুরি করতে দেখা যায়। গতকাল ভোর ৫ টার দিকে তার নিথর দেহ বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত