ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে সভা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে সভা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় ও সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকালে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে মতবিনিমিয় সভায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসক আবুজাফর রিপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হাজী ফয়সাল বিল্পব বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবার উচিত সরকারের নির্দেশনা মেনে চলা।

এছাড়া সর্বজনীন পেনশন স্কিমবিষয়ে জনসচেতনতা বাড়াতে হবে। সর্বশ্রেণির মানুষকে পেনশন স্কিমের আওতায় আনতে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে কর্মশালার আয়োজন করতে হবে। সভায় জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আসলাম খান, সিভিল সার্জন মো. মনজুরুল আলম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত