অনুষ্ঠিত হতে যাচ্ছে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচন।
এ নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৪৭৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।
এ উপলক্ষ্যে গতকাল দিনব্যাপী সাদুল্লাপুর হাইস্কুল মাঠে এসব সদস্য নিয়োগের লক্ষ্যে বাছাই অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি কমানড্যান্ট রেজাউল করিম, সাদুল্লাপুর উপজেলা কর্মকর্তা মোছা. ফজিলা খাতুন, সাঘাটা উপজেলা কর্মকর্তা মোছা. শাহেনা বেগম, উপজেলা প্রশিক্ষক নুরন্নবী মন্ডল ও শফি মাহমুদ। সাদুল্লাপুর আনসার ও ভিডিপি কর্যালয় সূত্রে জানা যায়, আগামী ২৯ মে এ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ১০২টি ভোটকেন্দ্রে পিসি ও এপিসি ৩০৬, পুরুষ সদস্য ৬৮৬ ও মহিলা ৪৮২ জন মোতায়েন থাকবে। সাদুল্লাপুর উপজেলা প্রশিক্ষক নুরন্নবী মন্ডল জানান, অস্ত্রধারী পিসি ও এপিসিসহ অন্যান্য সদস্যদের সর্বাত্মকভাবে দায়িত্ব পালনের ব্যাপারে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। উপজেলা কর্মকর্তা মোছা. ফজিলা খাতুন বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রত্যেক ভোটকেন্দ্রে আমাদের সর্বনিম্ন ১৩ জন সদস্য দায়িত্ব পালন করবেন।