নীলফামারী জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি-এর আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে কুন্দুপুকুর বিদ্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিসার মো. তানজির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. ফারুক আল মাসুদ। তিনি বলেন, একটি উন্নত বাংলাদেশ গঠনে সার্বজনীন পেনশন গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরো বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শিহাব উদ্দিন, কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিজেন্দ্র নাথ রায়। স্মার্ট বাংলাদেশ ও ভিশন ২০৪১-এর লক্ষ্য ও অর্জনগুলো, সার্বজনীন পেনশন স্কিম, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, তথ্য অধিকার বিষয়ে বক্তরা আলোচনা করেন।