ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীবরদীতে তামাকবিরোধী প্রশিক্ষণ

শ্রীবরদীতে তামাকবিরোধী প্রশিক্ষণ

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পর্যায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্র্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাকবিরোরী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুরুতে তামাকজাত দ্রব্যের ভয়াবহতা তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন। এ সময় তামাকের নানা ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, ডা. শবনম আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কুড়িকাহনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ফিরুজ খান নুন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রু-ল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যনবিদ হোসাইন আলী আকন্দ, সাংবাদিক রেজাউল করিম বকুল, ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত