ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ভ্যানগাড়ি পেলেন ঠাকুরগাঁওয়ের ভিক্ষুকরা

ভ্যানগাড়ি পেলেন ঠাকুরগাঁওয়ের ভিক্ষুকরা

ঠাকুরগাঁওয়ে পুনর্বাসনের লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত ভ্যান গাড়ি বিতরণ করেছে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ। বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এই ভ্যান গাড়ি বিতরণ করা হয়। গত বুধবার বিকেল সাড়ে ৬টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের ব্যস্তবায়নে ৬টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে ভ্যান গাড়ির চাবি সদর উপজেলার ছয়জন ভিক্ষুকের হাতে তুলে দেন। এ সময় ভ্যান পাওয়া ভিক্ষুকরা ভবিষ্যতে আর ভিক্ষা করবেন না বলে কথা দেন। এদিকে ভিক্ষুক বাবা-মার ভরণপোষণ প্রদানসহ দেখভাল করার জন্য তাদের ছেলেদের নির্দেশনা দেন রংপুর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক। এ সময় পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বাবলুর রহমান বাবলু, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যাসহ জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারোয়ার মুর্শিদ আহমেদ জানান, প্রতিটি ভ্যান গাড়ির মূল্য ৬০ হাজার টাকা। সেই অনুযায়ী আজকে বিতরণকৃত ৬টি ভ্যানের মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এরইমধ্যে সদর উপজেলার ৭৭৯ জন ভিক্ষুকের মধ্যে ১৫৯ জন ভিক্ষুকে পুনর্বাসিত করা হয়েছে। তাদের মধ্যে ১৩৫ জনকে একটি করে গৃহপালিত পশু গরু, ১২ জনকে একটি করে ছাগল, ১৪ জনকে দোকান ও ৯ জনকে একটি করে চার্জার ভ্যান প্রদান করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত