ফুলপুরে শিক্ষককে পিটিয়ে হত্যা

প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে জমি নিয়ে কামাল উদ্দিন নামে এক প্রধান শিক্ষককে তারই চাচাত ভাইয়েরা পিটিয়ে হত্যা করেছে। উপজেলার বওলা ইউনিয়নের পুরাননগর গ্রামে গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন উপজেলার পুরাননগর গ্রামের আব্দুস ছালাম ফকিরের পুত্র ও ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের রঘুরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। জানা যায়, উপজেলার পুরাননগর গ্রামের আব্দুস ছালাম ফকিরের সঙ্গে ভাই মাওলানা আবুল খায়েরের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। আব্দুস ছালাম ফকিরের পুত্র প্রধান শিক্ষক কামাল উদ্দিন এদিন রাস্তার উপর লুস পাইপ ফেলে পুকুরে সেচ দিচ্ছিলেন।

এ সময় চাচাত ভাইয়েরা এসে বাধা দিলে ঝগড়া বাধে। পরে চাচাত ভাইয়েরা কামাল উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে।

হাসপাতালে আনার পথে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের চাচাত ভাই মোধ: জাকারিয়া, মহিবুল্লাহ ও চাচি মোছাঃ রোকেয়া খাতুনকে আটক করেছেন। এ ব্যাপারে নিহতের পিতা আব্দুস ছালাম ফকির বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আব্দুস ছালাম ফকির জানান, আমার কিছু জমি ভুলে ভাইয়ের নামে রেকর্ড হয়েছে। এ নিয়ে মামলায় ডিগ্রি পাওয়ার পরও তারা বাধা দিচ্ছে। এরআগেও ছেলেদের মারধর করেছিল। ফুলপুর থানার অফিসার ইনচার্জ মো: মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।