ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে ফ্রি ব্লাড প্রেসার ক্যাম্পেইন

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে ফ্রি ব্লাড প্রেসার ক্যাম্পেইন

বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে ফেনীতে ফ্রি ব্লাড প্রেসার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে ন্যাশনাল হার্টফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিচার্জ ইনস্টিটিউট ফেনীর আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ফেনী শহরের রাজাঝির দিঘির উত্তর পাড়ে হাসপাতাল প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফেনীর সভাপতি ডাক্তার সাহেদুল ইসলাম ভূঁঞা কাওসার। হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ ফেনীর সাধারণ সম্পাদক ডাক্তার বিমল চন্দ্র দাস। আলোচনা সভায় দিবসের তাৎপর্য নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট ডা. শাহনেওয়াজ সিরাজ মামুন। কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি এএসএম নুর উদ্দিন (বাবুল), যুগ্ম-সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবুল, জনসংযোগ সম্পাদক তোফাজ্জল হোসেন (ছুট্টু), কোষাধ্যক্ষ এম.এস হাসান জুয়েল, যুগ্ম-কোষাধ্যক্ষ ফরিদ আহমদ ভূঁইয়া, কার্যকরী কাউন্সিল সদস্য আবুল কাশেম, সৈয়দ জহির উদ্দিন আকবর (শিপন), মহিনুর জাহান লাবনী, মনোয়ারা বেগম রানী, মোহাম্মদ নুরুল করিম, আখতার হোসেন চৌধুরী। আলোচনা সভার আগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে উপলক্ষ্যে দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করেন অতিথিরা। পরে ক্যাম্পেইনে আগত জনসাধারণ ও সেবাগ্রহিতারা বিনামূল্যে হার্ট ও উচ্চ রক্তচাপ সংশ্লিষ্ট সেবা গ্রহণ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত